বেনাপোল বন্দরে ঝুট ওয়েস্টেজ ট্রাক চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক:
সীমান্তে ১ মাস ধরে ঝুট ওয়েস্টেজ রপ্তানি বন্ধ থাকায় তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
ভারতের পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত দিয়ে গত এক মাস ধরে বাংলাদেশের ঝুট ওয়েস্টেজ রপ্তানি কার্যত বন্ধ রয়েছে। এতে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য সীমান্তে আটকে থাকছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন রপ্তানিকারকরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ শুল্ক ও বন্দর কাগজপত্র যাচাই নিয়ে জটিলতায় পণ্য খালাস হচ্ছে না। ফলে পণ্য রপ্তানি আটকে থাকায় কন্টেইনার ভাড়া ও পণ্যের মান নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ছে।
বাংলাদেশ গার্মেন্টস ওয়েস্টেজ অ্যান্ড রিসাইক্লার অ্যাসোসিয়েশনের নেতারা জানিয়েছেন, দেশের তৈরি পোশাক কারখানার উৎপাদনের পর ঝুট ও ওয়েস্টেজ রপ্তানি থেকে বছরে শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসে। ভারত এ ধরনের ওয়েস্টেজ কিনে পুনরায় রিসাইক্লিং করে গার্মেন্টস ফ্যাক্টরিতে ব্যবহার করে থাকে। তবে হঠাৎ করে ভারতীয় প্রশাসনের নতুন কাগজপত্র যাচাইয়ের কারণে গত ১ মাস ধরে রপ্তানি বন্ধ হয়ে গেছে।
এর ফলে পণ্য রপ্তানি করতে না পেরে অনেক ব্যবসায়ী ক্ষতির মধ্যে পড়েছেন। সীমান্তে আটকে থাকা পণ্য দ্রুত খালাস করতে দুই দেশের শুল্ক ও বন্দর কর্তৃপক্ষের সমন্বয় প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
0 on: "ভারতে ১ মাস ধরে ঝুট ওয়েস্টেজ রপ্তানি বন্ধ, বিপাকে দেশের রপ্তানিকারকরা"