Random Posts

Theme images by Storman. Powered by Blogger.

Ads Top

Home Ads

Categories

Tags

Popular Posts

Latest in Sports

ট্রেন যোগাযোগ আরও সমৃদ্ধ হোক

বাংলাদেশের ট্রেন
বাংলাদেশে ট্রেন যোগাযোগ আরও সমৃদ্ধ হোক
নিজস্ব প্রতিবেদক:

ট্রেন যাত্রা হোক আরামদায়ক 

বর্তমান যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম ট্রেন যোগাযোগ। আর ট্রেন যাতায়াতে যেন মোটেই স্বস্তি নেই। বাংলাদেশে চাহিদার তুলনায় ট্রেন খুবই কম। যার ফলে ভোগান্তিতে পড়ে মানুষ হতাশ। যদি কেউ ইচ্ছে করে সে ট্রেনে যাতায়াত করবে সে যেন কোন ভাবেই আরামদায়কভাবে ট্রেনে করে গন্তব্যে পৌছাতে পারে না। নানা রকম ঝক্কি ঝামেলা সারা বছর লেগেই থাকে। ঠিকমত টিকেট পাওয়া যায় না। যা পাওয়া যায় খুবই সতর্ক  থেকে অতিরিক্ত সময় ব্যয় করে টিকেট কাটতে হয়। অনেক টিকেট কালো বাজারে বিক্রি হয়। এটা রোধ করা প্রয়োজন। আমরা চাই সারা বাংলাদেশে যেন নিরবিছিন্ন রেল যোগাযোগ স্থাপন হয়। সেই রেলের কোচ সংখ্যা বৃদ্ধি করা হয়। যাতে করে ট্রেন দুর্ঘ টনা না ঘটে সেদিকে সকলেরই সুনজর রাখতে হবে। ট্রেনে যেন চুরি, ডাকাতি, ছিনতাই না হয় তার সুন্দর আইন শৃংখলা বাহিনীর তৎপরতা বাড়াতে হবে। 

1 on: "ট্রেন যোগাযোগ আরও সমৃদ্ধ হোক "