Random Posts

Theme images by Storman. Powered by Blogger.

Ads Top

Home Ads

Categories

Tags

Popular Posts

Latest in Sports

Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে ‘চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে’ বহিষ্কার

- No comments
বিএনপির চার নেতা বহিস্কার
বিএনপির চার নেতা বহিস্কার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগর বিএনপি থেকে সাম্প্রতিক সংগঠক বিচ্ছেদ ঘটেছে—দায়িত্বপ্রাপ্ত চার নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং অ-নৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যসহ সর্বস্তরের পদ থেকে ‘বহিষ্কার’ করা হয়েছে। কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে । বহিষ্কৃত নেতারা হলেন - রাকিব উদ্দিন সরকার (পাপ্পু), সাবেক যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি, আব্দুল হালিম মোল্লা: মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য‌-সচিব, জিয়াউল হাসান (স্বপন): সাবেক সদস্য, মহানগর বিএনপি; টঙ্গী পূর্বে গ্রেপ্তার, সিরাজুল ইসলাম (সাথী), টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য‌-সচিব, গাজীপুর মহানগর বিএনপি এর সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম বলেন, “চাঁদাবাজি ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর পদক্ষেপ নিয়েছে। দল হওয়ার কারণে, এমন নেতাদের কোন স্থান নেই।” টঙ্গীতে গ্রেপ্তার:জিয়াউল হাসান ‘স্বপন’ টঙ্গী পূর্ব থানার দায়েরকৃত চাঁদাবাজির মামলায় শুক্রবার দুপুরে আটক হন। মামলা অনুসন্ধানে পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। দলীয় প্রতিক্রিয়া এবং ভাবনা:কোনও নেতাজন বলেন, “কর্মীদের মাঝে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এমন কঠোর পদক্ষেপ প্রয়োজন ছিল” । তবে সাহসী অপশন হিসেবে পাপ্পু সরকারের সমর্থকরা বলেন সেই অভিযোগ অযৌক্তিক, তার বহিষ্কার একতরফা সিদ্ধান্ত বলে অভিহিত করছে। গাজীপুর বিএনপিতে বহু কারখানা ও বস্তির আলাদা রাজনৈতিক অঞ্চল। সেই অঙ্গ-স্বেচ্ছাসেবকদের কার্যক্রমে মাঝে মাঝে অগোছালো চাঁদাবাজির অভিযোগ উঠে থাকে। এই বিচ্ছেদ মূলত সংগঠনের শৃঙ্খলাবদ্ধতা রক্ষা এবং দলের বৈধতা প্রতিষ্ঠা করতে গৃহীত বলে মনে করছেন কেন্দ্রীয় পর্যায়ের নেতারা। বিএনপি’র পক্ষ থেকে জানান হয়েছে—‘চাঁদাবাজি ও অ-নৈতিক কর্মকাণ্ডে জড়িত নেতার সামনে দল কঠোর’, এবং ভবিষ্যতেও কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে।