নিহত নাসির পালোয়ান ছবি- গাজীটাইমস
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার জরুনে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় গুরুতর আহত ৯০ বছর বয়সী নাসিরউদ্দিন পালোয়ান এক মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে প্রাণ হারিয়েছেন। গত বুধবার রাত ১১টার দিকে উত্তরা শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নাসিরউদ্দিনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ মে গভীর রাতে জরুনে তাদের বাড়িতে অতর্কিতে হামলা চালায় একটি কিশোর গ্যাং। ধারালো অস্ত্র, রড, লাঠি নিয়ে গ্যাং সদস্যরা ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের উপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় নাসিরউদ্দিন পালোয়ানসহ একই পরিবারের মোট ৯ জন গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নাসিরউদ্দিনের মাথায় ধারালো দা দিয়ে আঘাত করা হলে খুলি ফেটে যায়। চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য উত্তরা শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তিনি টানা এক মাস লাইফ সাপোর্টে ছিলেন।
![]() |
হামলাকারী |
নিহতের ছেলে মো. শাহ আলম পালোয়ান জানান, হামলার ঘটনায় কোনাবাড়ি থানায় মামলা দায়ের করা হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে কোনাবাড়ি থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের ছেলে ওয়াসিফ সালিমসহ বেশ কয়েকজন পরিচিত মুখ।
এ বিষয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, “প্রথমে মামলাটি হত্যার চেষ্টার (৩০৭ ধারা) অধীনে নেওয়া হয়েছিল। বর্তমানে পরিস্থিতি বিবেচনায় এটি ৩০২ ধারায় হত্যার মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে।”
স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
0 on: "গাজীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক মাস পর আহত বৃদ্ধের মৃত্যু, পরিবারে শোকের মাতম"