সাংবাদিকদের উপর খেলা চলছে
নিজস্ব প্রতিবেদক
গভীর নীরবতা ভেঙে গেল টিভি নিউজরুমে। একে একে কিছু মুখোমুখি বসা, কিছু ফোনে ফিসফিসে কথা—কে কোথায় যাচ্ছেন, কে কোন খবর দিচ্ছেন, কার ওপর চাপ আসছে—সবকিছু যেন এক অদৃশ্য চাপের ছায়ায় ঢাকা। দেশের গণমাধ্যম যখন অর্থনৈতিক টানাপোড়েনে, তখন সাংবাদিকদের উপর নানাভাবে নিয়ন্ত্রণ আর প্রভাব বিস্তারের অভিযোগ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে টিভি সাংবাদিকদের বিরুদ্ধে আচমকা শাস্তিমূলক বদলি, হুমকি এবং খবর প্রকাশে বাধার অভিযোগ উঠছে। একাধিক সংবাদকর্মী জানিয়েছেন, ‘সংবাদ পরিবেশনের স্বাধীনতা নিয়ে এক অদৃশ্য খেলা চলছে, যা বোঝা যাচ্ছে কিন্তু বলা যাচ্ছে না।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক টিভি সম্পাদক জানিয়েছেন, ‘এভাবে চলতে থাকলে সাংবাদিকতার জায়গা ছোট হতে হতে একসময় হারিয়ে যাবে।’ কেউ কেউ বলেছেন, ‘প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের মধ্যে নিউজ রুমে প্রতিদিন খবর বাছাই হচ্ছে।’ সম্প্রতি কয়েকটি চ্যানেলের শীর্ষ পর্যায়ের সম্পাদকরা একান্ত আলোচনায় বসেছেন বলে জানা গেছে। উদ্দেশ্য একটাই—এই চাপ ও খেলাধুলার পরিস্থিতি থেকে কীভাবে বের হওয়া যায়। আলোচনায় প্রস্তাব এসেছে, সব টিভি নিউজরুমের মধ্যে ন্যূনতম সমন্বয় ও সহমর্মিতা থাকলে কিছু অযাচিত চাপ মোকাবিলা সম্ভব।
টিভি সাংবাদিকদের অনেকে মনে করছেন, দেশের গণমাধ্যমে এই ‘অদৃশ্য খেলা’ বন্ধ না হলে সত্যিকার সংবাদ আর মানুষের কাছে পৌঁছাবে না, বরং থাকবে সাজানো কিছু ফুটেজ আর হেডলাইন যুদ্ধের মধ্যে। সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদ পরিবেশের স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ চাচ্ছেন পেশাদার সংবাদকর্মীরা। তা না হলে সংবাদকর্মীদের উপর চলতে থাকা এই ‘খেলা’ একদিন গণমাধ্যমের উপরেই উল্টে পড়বে বলে আশঙ্কা অনেকের।
Subscribe to:
Post Comments (Atom)
0 on: "সাংবাদিকদের উপর খেলা চলছে "