Random Posts

Theme images by Storman. Powered by Blogger.

Ads Top

Home Ads

Categories

Tags

Popular Posts

Latest in Sports

Showing posts with label গাজীপুর সিটি কর্পোরেশন. Show all posts
Showing posts with label গাজীপুর সিটি কর্পোরেশন. Show all posts

গাজীপুরের কোনাবাড়ীতে ডোবার পানি: ২ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ডুবে নিহত

- No comments

পানিতে ডুবে মৃুত্যু
পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু - ছবি গাজীটাইমস

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি দক্ষিণপাড়ার দিঘীরপাড় এলাকা আজ রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে রংপুর ও সিরাজগঞ্জের দুই শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। নিহতরা যথাক্রমে রংপুরের মিঠাপুকুর উপজেলার জুনায়েদ (১২) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আব্দুল মমিন (১২)। উভয়ই এলাকার আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, ভিকটিমরা সকালে জমে থাকা ডোবার পানিতে সাঁতার কাটা শুরু করেন। দুর্ভাগ্যবশত, সাঁতার জান না বলে তারা পানিতে ডুবে যায়। পাশের খেলতে থাকা শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন, তবে তারা মৃত অবস্থায় উদ্ধার হন।

এই ডোবায় পড়ে মৃুত্য

এই ডোবায় পড়ে মৃুত্য - ছবি গাজীটাইমস

কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, “পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

স্থানীয়দের উদ্বেগ ও প্রতিকার:
এলাকাবাসী আশঙ্কা ব্যক্ত করেছেন যে বর্ষাকালে জমে থাকা অবহেলিত এসব ডোবা শিশুর জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে উঠছে। তাদের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হোক এবং জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করতে ব্যবস্থা নেওয়া হোক যেন ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক ঘটনা আর না ঘটে।

এ ঘটনায় শিশুদের সাঁতার না জানা একটি বড় কারণ হিসেবে দাঁড়িয়েছে। শুধুমাত্র ডোবার পানি নিষ্কাশন করা নয়, বর্ষার শুরুতেই সাঁতার শিক্ষা ও নিরাপত্তা প্রচারণায় জোর দেওয়াও জরুরি। আশা করা যায়, স্থানীয় প্রশাসন এবং সমাজ সচেতন ব্যক্তিরা এই মর্মান্তিক ঘটনাকে গুরুত্বের সাথে গ্রহণ করবেন ও প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে জন নিরাপত্তা নিশ্চিত করবেন।